মিরপুরে বৃষ্টিতে আগেভাগেই বন্ধ হয়ে গেলো বাংলাদেশ ‘এ’ দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের প্রথম দিনের খেলা। দিনের উল্লেখযোগ্য ঘটনা, ওপেনার নাইম শেখের সেঞ্চুরি মিস করা।
প্রথম দিন শেষে অবশ্য ভালো অবস্থানে আছে বাংলাদেশ ‘এ’ দল। ৫৭.৩ ওভারে ৪ উইকেটে ২২৫ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে নাইম শেখ আর এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় বাংলাদেশ। ১৩০ রান তুলে দেন তারা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে সাজঘরে ফেরেন বিজয় (৪৮)।
পরের ওভারে নাইমও আউট হয়ে যান। ৯৪ বলে ১০ চার আর ২ ছক্কায় ৮৪ রানের ইনিংস বেরিয়ে আসে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে।
জাকির হাসান সেট হয়ে আউট হন ১৯ রানে। তবে হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি সাইফ হাসান। ৮৪ বলে ৫১ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান সাইফ। অমিত হাসান ১৬ আর মাহিদুল ইসলাম অঙ্কন ১ রানে অপরাজিত আছেন।
এমএমআর/এমএস

5 months ago
130









English (US) ·