নাটোরের সিংড়া থেকে ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২১ মে) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। চালগুলো কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) ছিল।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, কাবিখার জন্য বরাদ্দ করা চাল সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। ইউএনও এসব চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরের কাছে এলাকাভিত্তিক পাঠিয়ে দেন। চাল উত্তোলন করেই কিছু অসাধু ডিলার এসব বিক্রি করেন। চাল সিংড়া থেকে বড়াই গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, তিনি চাল জব্দের বিষয়টি জানেন না। তবে খাদ্য কর্মসূচির চাল ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিতরণ করা হয়।
রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

5 months ago
13









English (US) ·