নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফার প্রচারণা
আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে জেলায় ৩১ দফার প্রচারণা ও গণসংযোগ চালানো হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু এবং বিএনপি নেতা মনির সরদারের নেতৃত্বে দোকানদার, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এই লিফলেট বিতরণ করা হয়।
গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে শুরু হয়ে মাসদাইর ঈদগাহ পর্যন্ত এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ জনগণের হাতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে ৩১ দফার প্রচারণা চালান মাসুদুজ্জামান মাসুদ। সেদিন তিনি ওয়ার্ডের শহীদ নগর মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু করেন, যা ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

6 hours ago
9









English (US) ·