বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমাটি ১৯৯৮ সালে প্রথমে চ্যানেল আইতে প্রিমিয়ার হয়। তারপর দর্শকের আগ্রহে এটি মুক্তি দেয়া হয় প্রেক্ষাগৃহেও। মুক্তির পর সেটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবির গল্প, সংলাপ, শিল্পীদের অভিনয় দারুণ মুগ্ধতা ছড়িয়েছিল। গানগুলো পৌঁছে গিয়েছিল দুই বাংলার পথে প্রান্তরে। বিশেষ করে তরুণদের কাছে খুবই সাড়া ফেলেছিল সিনেমাটি।
প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন নায়ক ফেরদৌস। পেয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
আজও এই ছবি মানেই নব্বই দশকের এক সমুদ্র নস্টালজিয়া, রোমান্টিকতার প্রতীক। ফেরদৌসের পাশাপাশি সিনেমাটির অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও কলকাতার গন্ডি পেরিয়ে বাংলার ভাষার সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকাতে পরিণত হয়েছিলেন। কণ্ঠশিল্পী নচিকেতা জয় করে নিয়েছিলেন দুই বাংলার শ্রোতাদের মন।
দীর্ঘ ২৭ বছর পর এবার আসছে ছবিটির সিকুয়েল। এর নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আজ সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ সিনেমার শুটিং শুরু হচ্ছে। এমন তথ্যই নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
ইমপ্রেসের সঙ্গে নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনা করবেন কামরুজ্জামান।
জানা গেছে, এই সিনেমায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একঝাঁক নতুন অভিনয়শিল্পীদের। তাদের নাম পরিচয় জানা যাবে আজ মহরতে। তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে এই সিনেমায় থাকছেন না ফেরদৌস। থাকছেন না ‘হঠাৎ বৃষ্টি’র নায়িকা প্রিয়াঙ্কাও।
নচিকেতার গান কি থাকবে? এমন প্রশ্নের জবাবে ইমপ্রেস জানায়ে, সেটিও নিশ্চিত নয়।
নতুন প্রজন্মের কাছে পুরোনো আবেগ নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার যাত্রা।
এলআইএ/এমএস

5 months ago
17








English (US) ·