‘নিঃসন্দেহে এটি ইতিহাসে থাকার মতো একটি ছবি’

5 hours ago 5

নির্মাতা ও প্রযজোক করণ জোহর। ২০১৮ সালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। যা প্রকাশের পর ইন্টারনেটজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। কারণ বলিউডের ইতিহাসে এমন ফ্রেম সচরাচর দেখা যায় না—শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং—সবাই একসঙ্গে, হাসিখুশি একই সোফায় বসে আছেন।

এবার সেই ছবি নিয়ে সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্ট সার্ভিং ইট আপ উইথ সানিয়া-তে এর আসল গল্প জানিয়েছেন করণ। তিনি বলেন, ‘ওটা ছিল রণবীর কাপুরের জন্মদিন, মহামারির ঠিক আগে। দিনটা ছিল খুবই আবেগপূর্ণ, কারণ ওর বাবার (প্রয়াত ঋষি কাপুরের) শারীরিক অবস্থা ভালো ছিল না। তবু জন্মদিন বলেই সবাই দেখা করতে গিয়েছিলাম। যাদের ফোন করা হয়েছিল, সবাই এসেছিল। তারপর আমরা হঠাৎ করেই ছবিটা তুলি, আর সেটাই ভাইরাল হয়ে যায়।’

ছবিটি নিয়ে করণ আরও বলেন, ‘দেখো, কী দারুণ কাস্ট! এটা একেবারে মেগা কাস্ট। আমার মনে হয়, এমন সব অভিনেতাকে আবার এক ফ্রেমে পাওয়া সম্ভব নয়। এলেন ডিজেনেরেসের অস্কার সেলফির মত এটা হয়তো ততটা জনপ্রিয় নয়, কিন্তু নিঃসন্দেহে এটি ইতিহাসে থাকার মতো একটি ছবি।’

সেসময় ছবি টি শেয়ার করে ক্যাপশনে করণ লিখেছিলেন, ‘এটা শুধু একটা ছবি নয়, এটা এক ব্লকবাস্টার মুহূর্ত।’

Read Entire Article