নির্বাচনী কাজে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

2 weeks ago 14

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আগামী সংসদ নির্বাচনের সময় যারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি এসব কথা জানান।

আরও পড়ুন

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন
আরপিও সংশোধন: ফেরারি আসামি ভোটে নয়

তিনি বলেন, নির্বাচনী কাজে লাখ লাখ মানুষ ব্যস্ত থাকেন। এতদিন তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। এবার তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এমইউ/এএমএ

Read Entire Article