নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সুদানের পরিস্থিতি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক 

1 day ago 4
নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সুদানের পরিস্থিতি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক 

নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সুদানের পরিস্থিতি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক 

বিশ্ব

অনলাইন ডেস্ক 2025-11-05

ট্রাম্পের আফ্রিকাবিষয়ক দূত মাসাদ বুলোস রোববার মিসরে সুদানের পররাষ্ট্রমন্ত্রী এবং সোমবার আরব লিগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা বলেন, মানবিক যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি স্থাপনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরএসএফ এল-ফাশের দখলের পর খবর আসে, সেখানে বড় ধরনের হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন ও সাহায্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানান, এসব ঘটনা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। 

কাতারে এক ফোরামে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘দুই পক্ষের উচিত এখনই আলোচনায় বসে এই সহিংসতার দুঃস্বপ্নের অবসান ঘটানো।’ এদিকে সুদানের উত্তর করদোফান রাজ্যে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় নারী-শিশুসহ ৪০ জন নিহত হয়েছে। গত সোমবার আরএসএফ রাজ্যটির আল-লুয়াইব গ্রামে এ হামলা চালায়।

মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে সেনা-সমর্থিত কাউন্সিল
সুদানে চলমান গৃহযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে সেনাবাহিনী-সমর্থিত প্রশাসন। মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা ছিল। জাতিসংঘ মহাসচিবও এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এটিকে তিনি ‘সহিংসতার দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত দুই বছরে এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোয় সংঘাত এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে বড় ধরনের মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। এক সরকারি সূত্র জানায়, ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসবে।’ এদিকে সর্বশেষ পরিস্থিতিতে দেখা গেছে, আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দারফুর অঞ্চলের শেষ সেনা ঘাঁটি এল-ফাশের দখলে নেওয়ার পর করদোফান অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে।  

© Samakal
Read Entire Article