নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (০২ নভেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ আহ্বায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

7 hours ago
8









English (US) ·