নেপালের বিপক্ষে মাঠে নামছে জামালরা, যেভাবে মিলবে টিকিট

6 hours ago 10
আগামী ১৩ নভেম্বর রাতে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে নেপালকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি। এবারও টিকিট বিক্রির দায়িত্বে থাকবে কুইকেট (Q-Ticket)। গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, আর ক্লাব হাউসের টিকিটের দাম ১,০০০ টাকা। এর আগে গত ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলি খেলেছিল বাংলাদেশ, যেখানে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। সেদিন আসলে দুই ম্যাচ হওয়ার কথা থাকলেও নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। সে সময় সরকার পরিবর্তন ও বিক্ষোভের কারণে বাংলাদেশ দল হোটেলবন্দি অবস্থায় পড়ে, পরে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। নেপাল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেষবার লাল-সবুজরা নেপালকে হারিয়েছিল ২০২০ সালের ১৩ নভেম্বর, ঢাকাতেই—দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২-০ গোলে। এরপর থেকে দুই দলের ছয়টি ম্যাচে বাংলাদেশ জয়ের দেখা পায়নি; চারটি ড্র আর দুটি হারের তিক্ত অভিজ্ঞতাই জমেছে এই সময়টায়। একনজরে: ম্যাচ: বাংলাদেশ বনাম নেপাল তারিখ: ১৩ নভেম্বর স্থান: জাতীয় স্টেডিয়াম, ঢাকা টিকিট বিক্রি শুরু: বুধবার দুপুর ২টা থেকে গ্যালারি টিকিট: ৩০০ টাকা ক্লাব হাউস টিকিট: ১,০০০ টাকা
Read Entire Article