ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় ট্রাম্পের উল্লাস
যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি দিয়েছেন অবসরের ঘোষণা। এ ঘটনায় খুশি হয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী পেলোসি বলেন, তিনি ২০২৭ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর পুনর্নির্বাচনে অংশ নেবেন না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ন্যান্সি পেলোসি ১৯৮৭ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন। এরপর দ্রুতই তিনি ডেমোক্র্যাট দলের শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং ২০০৭ সালে মার্কিন ইতিহাসে প্রথম নারী হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হন। তিনি ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন, এরপর ২০১৯ সালে আবারও স্পিকার পদে ফিরে আসেন এবং ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পেলোসি তার কর্মজীবনে একাধিক মার্কিন প্রেসিডেন্টের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন পাস করাতে মুখ্য ভূমিকা রাখেন এবং জো বাইডেনের সময় ইনফ্রাস্ট্রাকচার, জলবায়ু পরিবর্তন ও সমলিঙ্গ বিবাহ সুরক্ষা আইন পাসে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।
পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি খুশি যে সে অবসর নিচ্ছে। সে একজন খারাপ নারী ছিল, আর তার অবসর নেওয়া দেশের জন্য বিশাল উপকার।

1 day ago
6








English (US) ·