পকেটমারের অভিযোগে আবার শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত
অভিনেত্রী রূপা দত্ত এবার পুলিশের হাতে ধরা পড়েছেন চুরির অভিযোগে। নন্দরাম মার্কেটের কাছে ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।
ওপার বাংলার রূপা কলেজ থেকে স্নাতক শেষ করার পর অভিনয়ে আগ্রহ নিয়ে মুম্বাই চলে যান। সেখানে তিনি ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে পরিচিতি পান এবং ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেন। এরপর কিছু ছোট সিরিয়ালেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে বর্তমানে তার নাম মূলত বিভিন্ন অপরাধসংক্রান্ত কারণে আলোচনায় আসে।
এর আগে ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট থেকে চুরি করতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েছিলেন। তখন তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগও করেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে বোঝা যায়, তিনি ভুলবশত অন্য একজনকে পরিচালক মনে করেছিলেন।
সর্বশেষ ঘটনার তদন্তে পুলিশ তার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে। অভিযোগ অনুযায়ী চুরির সময় প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা নেওয়া হয়েছিল।
সূত্র : আনন্দবাজার

3 hours ago
6









English (US) ·