পিআর পদ্ধতি এখন ফিকে হয়ে গেছে : নুরুদ্দিন আহাম্মেদ অপু

2 hours ago 5
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা–ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, পিআর পদ্ধতি এখন ফিকে হয়ে গেছে। যারা এটাকে জনসম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশে যেসব অপরাধীর বিচার প্রক্রিয়া চলছে, তা বাধাগ্রস্ত করার জন্য কিছু দুষ্কৃতকারী ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তপশিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। পরে তিনি ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোট প্রার্থনা করেন।
Read Entire Article