বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা এবং মাটি নরম হয়ে থাকায় আফগানিস্তান-১৯ ও বাংলাদেশ-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত অপেক্ষা ও ঘনঘন মাঠ পরিদর্শন করার পরেও আউট ফিল্ডের কারণে ম্যাচ আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। সকাল থেকেই খেলা দেখতে কয়েক হাজার দর্শক গ্যালারিতে ভিড় করলেও খেলা দেখতে পারেননি।
এর আগে, গত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে বগুড়ায় বেশ বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও বৃষ্টি হলে মাঠের অবস্থা নাজুক হয়ে যায়। ম্যাচ মাঠে গড়াতে চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি হয়নি।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, শুক্রবারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠের আউট ফিল্ড ভেজা। কিছু পানি জমেছে। সেটি নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু শুক্রবারও মেঘলা এবং আবহাওয়া স্যাঁতসেঁতে থাকায় ম্যাচ চালানো সম্ভব হয়নি এবং আউটফিল্ড খেলার উপযোগী করা সম্ভব হয়নি। তবে মাঠে নেমে হালকা অনুশীলন করেছে দুই দলের খেলোয়াড়রা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গত মঙ্গলবার সকালে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জয়ী আফগানরা (অনূর্ধ্ব-১৯) প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দলের কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করার পর আলোর স্বল্পতা দেখা দিলে ম্যাচ আম্পায়ার দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন। আলোর অভাব দেখা দেওয়ায় ক্রিকেট খেলার আইনে (ডিএলএস মেথড) বাংলাদেশ দলকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
বগুড়ার ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় এর আগে এনসিএল টি-টুয়েন্টির একটি ম্যাচও এখানে আয়োজন করা সম্ভব হয়নি। এবার ভেস্তে গেল স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগান যুবাদের ম্যাচ।

12 hours ago
7









English (US) ·