পরীক্ষা দিতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ ছাত্রীর
                    
            
            কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী নামাপাড়া ফকির বাড়ি গ্রামের বাদল মিয়ার মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে প্রিয়া (১৪), বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৪)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ও চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোস্তফা কামাল তানসিন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। 
জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় স্কুলে সেমিস্টার পরীক্ষা ছিল। সেই উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলে রওনা দিলে সাড়ে ১২টার দিকে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় নামাপাড়া হাকিম ভিপির বাড়ির সামনে পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন স্কুলশিক্ষার্থী। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তিনজনই ঘটনাস্থলে আহত হয়। 
এদিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তিনিও মারা যায়।                    
                    
        
        
 5 months ago
                        69
                        5 months ago
                        69
                    








 English (US)  ·
                        English (US)  ·