মসজিদ-মাদরাসা টার্গেট করে ভারতের বর্বরোচিত হামলাকে উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের ধারাবাহিক প্রকাশ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (৮ মে ) দেওয়া ওই যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ পাকিস্তানের অভ্যন্তরে ভারতের বর্বরোচিত সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ভারতের পক্ষ থেকে কোনো ধরনের আন্তর্জাতিক অনুমোদন কিংবা বৈধতা ছাড়াই একটি সার্বভৌম রাষ্ট্রের সীমান্ত লঙ্ঘন করে সামরিক হামলা চালানো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার চরম লঙ্ঘন। এটি দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টির একটি ভয়াবহ উসকানি ও উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের ধারাবাহিক প্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরীহ নাগরিকদের ওপর এমন হামলা সাম্রাজ্যবাদী মানসিকতা এবং মুসলিমবিদ্বেষী জিঙ্গোইজমের (উগ্র জাতীয়তাবাদ) বহিঃপ্রকাশ। ভারতের এমন আগ্রাসনের ফলে যদি এই অঞ্চলে যুদ্ধের সূত্রপাত হয়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার ভারত সরকারকেই বহন করতে হবে।
বিবৃতিতে নেতারা অবিলম্বে এ ঘটনা তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভারতকে তার আগ্রাসী নীতির জন্য আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
এতে বাংলাদেশ সরকারকেও সুস্পষ্ট ভাষায় ভারতের এই অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন পরিপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে কূটনৈতিকভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মুসলিম উম্মাহর ঐক্য ও প্রতিরক্ষার পক্ষে। আমরা সারা দুনিয়ার মুসলিম জনতার সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং এই ধরনের হামলার বিরুদ্ধে সব ধরনের ন্যায্য প্রতিরোধের অধিকারকে সমর্থন জানাচ্ছি।
এএএম/এএমএ/জিকেএস

5 months ago
90









English (US) ·