পিছিয়ে গেল বিপিএলের নিলাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই রঙিন আলো, ক্রিকেটের উন্মাদনা আর বিদেশি তারকায় ভরপুর দলবদলের গল্প। তবে এবারের আসরের প্রস্তুতিতে সামান্য পরিবর্তন এসেছে সময়সূচিতে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিপিএলের খেলোয়াড় নিলাম পিছিয়ে নেওয়া হয়েছে ২১ নভেম্বর পর্যন্ত।
এবারের আসরে থাকছে একটি বড় চমক—ড্রাফট নয়, বহু বছর পর আবার ফিরছে পুরোনো ‘অকশন’ পদ্ধতি। অর্থাৎ, দলগুলো এবার নিজের পছন্দের খেলোয়াড়কে সরাসরি বিড করে দলে ভেড়াতে পারবে। এর ফলে উত্তেজনা যেমন বাড়বে, তেমনি কৌশল ও পরিকল্পনার লড়াইটাও হবে আরও তীব্র।
বিপিএলের গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মান বজায় রাখতে বিদেশ থেকে অভিজ্ঞ অকশন বিশেষজ্ঞদের আনার চেষ্টা করছে বিসিবি। যেহেতু ওইদিন বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএল নিলাম শুরু হবে দুপুর তিনটা থেকে।
চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর, আর সম্ভাব্য ফাইনাল নির্ধারিত ১৬ জানুয়ারি। টুর্নামেন্টের সূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতেও কোনো ব্যাঘাত না ঘটে।
এর আগে, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি।
রংপুর রাইডার্স – টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি
রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ
চিটাগং রয়েলস – ট্রায়াঙ্গাল সার্ভিস
সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি আবারও আলো ঝলমলে মঞ্চে ফিরবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। আর তার আগে ২১ নভেম্বরের সেই নিলাম—সেখান থেকেই শুরু হবে বিপিএল ২০২৫–এর আসল গল্প।

11 hours ago
11









English (US) ·