কক্সবাজার শহরের খুরুশকুল ইউনিয়নে গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছেন আবু বক্কর ছিদ্দিক বাবুল নামে এক ইউপি সদস্য। তবে তাতেও শেষ রক্ষা হয়নি তার।
সোমবার (১২ মে) বিকেল ৩টার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোনারপাড়া এলাকার মৃত আমির হামজার ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, নারী নির্যাতন মামলায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য বাবুল পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষার ব্যর্থ অপচেষ্টা চালায়। পরে সেখান থেকে পুলিশ তুলে তাকে গ্রেপ্তার করা থানায় নিয়ে আসে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গ্রেপ্তার এড়াতে পুকুরে নেমে পড়েন। পলাতক মেম্বারকে অনেকক্ষণ বুঝিয়ে পুকুর থেকে তুলে আনা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

                        5 months ago
                        33
                    








                        English (US)  ·