বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বৈষম্যহীন পে-কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন।
সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বেতন স্কেল নির্ধারণে গঠিত পে কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় সংগঠনের একটি প্রতিনিধি দল।
বৈঠকে স্থায়ী পে-কমিশন গঠন, রাজধানী ভাতা এবং ছয় সদস্য পরিবারের জন্য সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে পে স্কেল নিয়ে অন্য সব সংগঠনের ন্যায়সঙ্গত দাবির সঙ্গেও একমত পোষণ করেছেন সংগঠনটির নেতারা।
তারা আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পে কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আবদুল খালেক।
মতবিনিময় সভায় আরও অংশ নেন সফিউদ্দিন, সেলিনা সুলতানা, জাহিদা খাতুন, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, ফরিদ আহমেদ, হাবিবুর রহমান, কামাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

3 days ago
14









English (US) ·