প্রধান উপদেষ্টার ভাষণে অনৈক্য আরও তীব্র হলো : রুহিন হোসেন প্রিন্স

5 hours ago 8

গণভোট এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সেটাকেই আরও তীব্র করে তোলা হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

প্রিন্স কালবেলাকে বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এখন উনি এটা কীসের, কোন আইনের ভিত্তিতে করেছেন- এটা কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ব্যাপারে বিচার বিভাগ হয়তোবা যথাযথভাবে বলতে পারবে। 

তিনি বলেন, গণভোট এবং সনদ নিয়ে যে ঐক্য গড়ে ওঠেনি, প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সেই ঐক্য সূচিত হবে বলে একটা ধারণা ছিল। কিন্তু আমি দেখলাম- যে অনৈক্যটা ছিল, সেটাকেই আরও তীব্র করে তোলা হলো। তার অন্যতম কারণ, আমরা আগেই বলেছিলাম যে- এখন গণভোটটা অপ্রয়োজনীয়। গণভোট দরকার হবে সংসদ নির্বাচনের পরে, যদি আমরা সংবিধানের মৌলিক পরিবর্তন করি। হ্যাঁ, কিছু করতেই হবে। তখন গণভোট। কিন্তু সেটা না করে উনি গণভোটের বিষয়টা এখানে ঘোষণা করলেন একই দিনে, যেটাতে সবাই ঐকমত্য না। 

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, প্রধান উপদেষ্টা এখানে উচ্চকক্ষ এবং পিআরের কথা বলেছেন। এ বিষয়েও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নেই। আর আমরা তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এটা মনে করেছি, বাংলাদেশে উচ্চকক্ষ অপ্রয়োজনীয় এবং এটা হচ্ছে গরিবের হাতি দেখার মতো। সুতরাং এই ব্যাপারেও যেখানে কোনো ঐক্য নেই, উনি সেটা জোর করে চাপিয়ে দিলেন। তাছাড়া সনদের ৩০টা বিষয়ের কথা বলা হলো। এই ৩০টা কোনটা? কোন ৩০টা বিষয়ে ঐকমত্য এবং কে এটা নির্ধারণ করবে- এ ব্যাপারে অসস্বচ্ছতা রয়ে গেছে। 

Read Entire Article