ফুলের কথা মনে হলে আশরাফ ওরফে ‘আচ্ছু’কে মনে পড়ে। স্কুলজীবনে আচ্ছুই ছিল আমার প্রথম বন্ধু, যে সহপাঠীকে ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল। সেই সহপাঠী পরদিন স্কুলের প্রধান শিক্ষকের কাছে নালিশ করে দিলে আচ্ছুকে নেওয়া হয় স্যারদের রিমান্ডে। বেত ভাঙা হয় তার পিঠে। আচ্ছুর কান্না দেখে এক স্যারের মায়া হয়। তিনি কাব্য করে বলেন- শোন, ফুলকে ভালোবাসলে সুবাস পাবি। আর মানুষকে ভালোবাসতে গেলে কান্না উপহার...						বিস্তারিত
					

                        15 hours ago
                        6
                    








                        English (US)  ·