ফেডারেশন কাপে দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
                    
            
            বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ফেডারেশন কাপে পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী দল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আনসারকে সরাসরি ৩-০ গেমে পরাজিত করেছে। যদিও সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের কাছে। 
টেবিল টেনিসের দলগত খেলায় আনসার এবং সেনাবাহিনীর এই দ্বৈরথ প্রায় এক দশকের। ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ আনসার এবং ২০১৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিসের জাতীয় আসরগুলোতে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। 
সেনাবাহিনী পুরুষ দলের খেলায় রামহিম ১১-৭, ১১-৭, ১১-৬ পয়েন্টে ৩-০ সেটে আনসারের জাভেদকে, মুহতাসিন আহমেদ হৃদয় ১১-৮, ১১-৪, ১১-১৩ এবং ১১-৭ পয়েন্টে ৩-১ সেটে সজীবকে এবং ইমন ১১-৬, ৭-১১, ১১-৭, ১১-৯ পয়েন্টে ৩-১ সেটে অন্তু হোসেন জয়কে পরাজিত করে শিরোপা জয় করেন।
মহিলাদের দলগত খেলায় আনসারের সাদিয়া মৌ ৩-১ সেটে খই খই সাই মারমা এবং সোমা ঐশীকে ৩-০ সেটে পরাজিত করে শুরুতে এগিয়ে যায়। ৩য় সেটে সেনাবাহিনীর রেশমী ৩-২ সেটে সিগমাকে পরাজিত করে খেলায় ফিরে আসে। ৪র্থ গেমে সেনাবাহিনীর খই খই আনসারের সোমাকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করলে ম্যাচ গড়ায় ডিসাইডিং সেটে। ৫ম সেটে মৌ সেনাবাহিনীর ঐশী রহমানকে ৩-১ সেটে পরাজিত করে আনসারের জয় নিশ্চিত করেন। 
উল্লেখ্য সর্বশেষ ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে।                    
                    
        
        
                        5 hours ago
                        4
                    








                        English (US)  ·