ফের প্রেমে মজেছেন জেসিকা আলবা

1 day ago 7

জীবন থেকে বিচ্ছেদের ছায়া কাটিয়ে ফের প্রেমে মজেছেন হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। সপ্তাহান্তে ওয়েস্ট হলিউডে অনুষ্ঠিত ‘বেবি ২ বেবি’ অনুষ্ঠানের গালার লাল গালিচায় অভিনেতা ড্যানি রামিরেজ-এর হাত ধরে হাজির হয়ে যেন গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমি আবারও ভালোবাসায় বিশ্বাস করি। 

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘বেবি ২ বেবি’ গালায় আলবা ও রামিরেজের একসঙ্গে উপস্থিতি ছিল স্পটলাইটের কেন্দ্রবিন্দু। ‘ডার্ক অ্যাঞ্জেল’-খ্যাত এই অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে  একগুচ্ছ ছবি পোস্ট করেন, যেখানে একটি ছবির ক্যাপশন ছিল, ‘জেসিকা আলবা তার সুখের সময় পার করছেন।‘

তার প্রকাশিত  ছবিগুলোর মধ্যে রামিরেজের সঙ্গে তার হাস্যোজ্জ্বল মুহূর্ত যেন অনেক প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিল।
অনুষ্ঠান শেষে তারা একে অপরের সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেছিলেন, যদিও পরদিন সেগুলো রহস্যজনকভাবে মুছে যায়।

এটাই প্রথম নয়—গত মে মাসে লন্ডনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়, জুলাইয়ে একসঙ্গে ছুটি কাটান কানকুনে, সেপ্টেম্বরে ইউএস ওপেনে প্রকাশ্যে ভালোবাসা দেখাতে দ্বিধা করেননি। এমনকি জেসিকার বাবার জন্মদিনের ছবিতেও দেখা যায় ড্যানিকে। অক্টোবরের এক ছবিতে তারা অস্ট্রেলিয়ার বায়রন বে-এর সৈকতে হাত ধরাধরি করে হাঁটছেন।

জানা যায়, ‘তারা অনেক আগে থেকেই বন্ধু ছিলেন, পরে সম্পর্কটি রোমান্টিক হয়ে ওঠে। জেসিকা এখন নিজের জীবনের নতুন সময় উপভোগ করছেন।‘

রামিরেজকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য লাস্ট অফ আস’-এর ম্যানি আলভারেজ চরিত্রে। তার ঝুলিতে আরও আছে ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ও ‘ব্ল্যাক মিরর’-এর মতো প্রজেক্ট।

অন্যদিকে, আলবা চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ক্যাশ ওয়ারেন থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। ২০০৮ সালে বিয়ে করা এই দম্পতির রয়েছে তিন সন্তান—অনর, হ্যাভেন ও হেইস।

এর আগে বিচ্ছেদের পর নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে আলবা লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি। এখন সময় এসেছে নিজ নিজ পথে নতুন যাত্রা শুরু করার, ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে।'

Read Entire Article