ফ্ল্যাটে ঝুলছিল শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ
সাভারের আশুলিয়ায় এক বিদেশি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি শ্রীলঙ্কার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অবস্থিত তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা তাকে ফোন করলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে তারা তার ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ফ্ল্যাটের ভেতরে ওই বিদেশির লাশ ঝুলতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

1 day ago
9









English (US) ·