বন্ধুকে বাঁচাতে গিয়ে যুবক প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন

1 day ago 2
বন্ধুকে বাঁচাতে  গিয়ে যুবক প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন

বন্ধুকে বাঁচাতে গিয়ে যুবক প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন

বাংলাদেশ

বগুড়া ব্যুরো ও গাজীপুর প্রতিনিধি 2025-11-05

গাজীপুর নগরীর কুনিয়া তারগাছ এলাকা। গত সোমবার রাত ৮টার দিকে দেশি অস্ত্র হাতে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিল স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম ওরফে সিগমা রবি। সঙ্গে ছিল সাব্বির হোসেন, সাগর, রনিসহ আরও কয়েক সহযোগী। এ সময় ওই দোকানে কেনাকাটা করতে যান জামিল হাসান (২৪) নামে এক যুবক। এ সময় রবি ও তার সহযোগীরা বিরূপ মন্তব্য করলে জামিলের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডা থামাতে এগিয়ে যান জামিলের বন্ধু মারুফ আহমেদ (২২)। এক পর্যায়ে রবি ও তার সহযোগীরা জামিল ও মারুফ দুজনের ওপরেই চড়াও হয়। রবি ও তার সহযোগীরা দুই বন্ধুকে মারধর ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মারুফ। গুরুতর আহত অবস্থায় জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ওই রাতেই মামলার পর গতকাল মঙ্গলবার রবিউল ওরফে সিগমা রবি ও তার সহযোগী সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জাহিদুল হাসান জানান, মারুফ হত্যার ঘটনায় সোমবার রাতে নিহতের বাবা গাছা থানায় রবিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সিগমা রবিকে গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকা থেকে এবং সাব্বিরকে গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি সাগর ও রনি এখনও পলাতক। 

নিহত মারুফ কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল একই এলাকার আতাউল্লাহর ছেলে। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং সিগারেট কোম্পানিতে চাকরি করেন।

এদিকে বগুড়ায় ফোনে বাড়ি ডেকে নিয়ে জহুরুল ইসলাম (৪২) নামে এক বেকারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে জেলা সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহুরুল ইসলাম জেলার কাহালু উপজেলার পাইকড় এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি হাজরাদীঘি তালুকদারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। 

নিহতের পরিবার জানায়, সোমবার রাত ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর রাতে আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

© Samakal
Read Entire Article