বরফের রাজ্যে যুগল নাচের ঝলক

1 day ago 4
বরফের বুকে হঠাৎ করেই যেন জমে উঠেছে এক অভিনব উৎসব। এ সময় চারপাশে সাদা বরফের ভেতর ঐতিহ্যবাহী পোশাক পরে নাচতে দেখা যায় দুজন শিল্পীকে। তাদের নাচের প্রতিটি মুদ্রায় যেন তুসার গলে যাচ্ছিল, আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতেই মুহূর্তে তা ভাইরাল হয়। এই মনোমুগ্ধকর দৃশ্যটি ধরা পড়েছে উত্তর মেরুর বরফঢাকা প্রান্তরে। পোলার ট্রাভেল ক্লাব নামের একটি ভ্রমণ সংস্থা সম্প্রতি আইসব্রেকার জাহাজে অভিযাত্রার আয়োজন করে। তারা সম্প্রতি এমন মনোমুগ্ধকর ভিডিওটি প্রকাশ করেছে। এতে দেখা যায়-ফিফটি ইয়ার্স অব ভিক্টরি নামের রুশ আইসব্রেকার জাহাজের শেফ রোমান গ্রেবেনকভ ও হোটেল ম্যানেজার ভেরোনিকা সেমুশিনা ঐতিহ্যবাহী রুশ পোশাকে নাচছেন জনপ্রিয় লোকগান-পোরুশকা পারান্যার সুরে। রোমান ও ভেরোনিকা দুজনেই পেশাদার নৃত্যশিল্পী, রোমান ৭ বছর ধরে রাশিয়ার ফোক এনসেম্বলের প্রধান নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ভেরোনিকাও একজন দক্ষ ব্যালে নৃত্য পরিচালক। রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উপলক্ষে প্রকাশিত এই ভিডিওটি ধারণ করা হয় গত ৭ জুলাই। বরফের রাজ্যে রাশিয়ার ঐতিহ্যের এই নৃত্য যেন মনে করিয়ে দিল- সংস্কৃতির উষ্ণতা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, ঠান্ডাকে হার মানাতে জানে। বিস্তারিত দেখুন ভিডিওতে...  
Read Entire Article