এনসিএলে বরিশাল-খুলনা ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা চলাকালে হার্ট অ্যাটাক করেন হাসান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি। বিবৃতিতে তারা জানায়, ‘এনসিএলে বরিশাল বিভাগের হয়ে এক দশকেরও বেশি কাজ করা হাসান আহমেদের মৃত্যুতে বিসিবি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে৷’
শোকবার্তায় বিসিবি আরও জানিয়েছে, আজ (২৭ অক্টোবর) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে নামবে বাংলাদেশ দল। সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতাও পালন করা হবে। এনসিএলের চতুর্থ দিনও একইভাবে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের ক্রিকেটারদের সুস্থ রাখতে গত এক দশক ধরে কাজ করছিলেন হাসান আহমেদ।

4 days ago
10









English (US) ·