বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

2 hours ago 5
নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচাল (ডিডি) নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। নাইম নিখোঁজ হওয়ার পর ডিএমপির মিরপুর মডেল থানায় একটি জিডি হয়েছিল। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জিডি তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে। তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি আমি জানিয়েছি। আমি এখন মাদারীপুর যাচ্ছি সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসব।’ এর আগে রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। এ ঘটনায় নাইমের বাবা সাজ্জাদ রহমান জলি সোমবার (১০ নভেম্বর) ডিএমপির মিরপুর মডেল থানায় জিডি করেন।  জিডিতে উল্লেখ করা হয়, রোববার সকাল অনুমানিক ১০টায় আমার ছেলে আমাদের উত্তর পীরেরবাগ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরত আসেন নাই।
Read Entire Article