বাংলাদেশকে ২৭৬ রানের চ্যালেঞ্জ আফগান যুবাদের
খেলা
স্পোর্টস ডেস্ক 2025-11-05সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে আফগান যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে।
বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের তৃতীয় ওভারেই মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে প্রাথমিক সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়ান ডাউনে নামা ফয়সাল খান। ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।
আজিজুল হাকিম তামিম সেঞ্চুরিয়ান ফয়সালকে ফেরালে বাংলাদেশ ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। ২১০ রানে ৫ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপে পড়ে। কিন্তু শেষদিকে অধিনায়ক মাহবুব খান হাল ধরেন। তার ৭৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে আফগানিস্তানের সংগ্রহ ২৭৫ পর্যন্ত পৌঁছায়।
বাংলাদেশের পক্ষে বল হাতে আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন।
© Samakal
1 day ago
1









English (US) ·