বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গেলে তিনি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
তারা হলেন- কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. সিদ্দিক (২৭) একই গ্রামের নাগু মিয়ার ছেলে মো. রবিউল আলম (২৮) ও হোসনের ছেলে মো. মাহমুদ হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি সোমবার (১২ মে) দুপুরের দিকে নাফ নদীর হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে তিন জেলে মাছ ধরতে যান। সেখানে তারা ভুল করে কিছুটা মিয়ানমার সীমান্তে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। তবে যতটুকু খবর পেলাম আটক জেলেরা এখনো বাড়ি ফিরতে পারেননি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, নাফ নদীর হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে তিন বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি আটক করেছে শুনলাম। বিস্তারিত এখনো পাইনি।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/এমএস

5 months ago
100









English (US) ·