চলমান ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয়কে অবৈধভাবে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। এরা সবাই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৬টার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পাঠানো হয়।
মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে। এদিকে তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৫ জন ভারতীয় নাগরিককে তাইন্দং বাজার থেকে আটক করে বিজিবি।
আটককৃতরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। তাদের গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করায়।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা কালবেলাকে বলেন, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি তাদের আটক করে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

 5 months ago
                        38
                        5 months ago
                        38
                    








 English (US)  ·
                        English (US)  ·