বাড্ডায় বদ্ধ রুমে পড়েছিল নারী-পুরষের অর্ধগলিত লাশ

14 hours ago 6

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ওই দুজনের অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, ঘটনাস্থলের তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আত্মীয়-স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল বিস্তারিত জানা যায়নি।

তাদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Read Entire Article