বায়রার নির্বাচন ১৭ জানুয়ারি

1 day ago 2
বায়রার নির্বাচন ১৭ জানুয়ারি

বায়রার নির্বাচন ১৭ জানুয়ারি

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক 2025-11-05

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী প্রথমবার সরাসরি ভোট অনুষ্ঠিত হবে। গত ২৯ অক্টোবর বায়রা নির্বাচন বোর্ড এ-সংক্রান্ত তপশিল ঘোষণা করে।
তপশিল অনুযায়ী, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আগ্রহী সদস্যদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ৩ থেকে ৯ ডিসেম্বর।
এবারের নির্বাচনে ৩৮টি পরিচালক পদে ভোট হবে। এর মধ্যে পাঁচটি পদ সংরক্ষিত থাকবে অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের জন্য। নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের অবশ্যই বৈধ সদস্য হতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ হবে ঢাকার নির্ধারিত কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটারদের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র ও সদস্য পদ যাচাই করা হবে।

বায়রার নির্বাচন ঘিরে ইতোমধ্যে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। নির্বাচন কমিশন সদস্যদের প্রতি নির্ধারিত সময়সীমা মেনে সব কার্যক্রম সম্পন্নের আহ্বান জানিয়েছে।
বায়রা দেশের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন হিসেবে অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচন ঘিরে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা, তা নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। 

© Samakal
Read Entire Article