বিইউএফটিতে ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন : এ সলিডারিটি ইভেন্ট’ অনুষ্ঠিত 

11 hours ago 5
প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে এবং চলমান মানবিক সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ভয়েসেস ফর প্যালেস্টাইন: এ সলিডারিটি ইভেন্ট’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রামাদান। সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান। সন্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মোহাম্মদ নাছির এবং ধানমন্ডিস্থ মসজিদ-উত-তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে প্যালেস্টাইনের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক ঐক্য, মানবাধিকার রক্ষা এবং তরুণ প্রজন্মের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আলোচনা সভা, প্রদর্শনী এবং বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রধান অতিথি মি. ইউসুফ এস. ওয়াই. রামাদান মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সংহতির মূল্যবোধে বিশ্বাসী এমন একটি আয়োজনে অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিইউএফটি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে ফারুক হাসান বলেন, ‘এই আয়োজন প্রমাণ করে, বিইউএফটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি এমন এক পরিবার, যারা শিক্ষার্থীদের সামাজিকভাবে দায়িত্বশীল ও বৈশ্বিক দৃষ্টিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
Read Entire Article