ঢাকা সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনআইএমডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএড বাংলাদেশ এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে বৈঠকের আলোচ্য বিষয় বা সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সূত্র জানায়, বৈঠকে গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক অংশগ্রহণ এবং বহুদলীয় রাজনীতির বিকাশে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, দলটি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও গণতন্ত্র–অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সম্পর্ক জোরদারের উদ্যোগ অব্যাহত রেখেছে।
কেএইচ/এমএমকে

2 weeks ago
11









English (US) ·