কানাঘুষো চলছিল গত কয়েকদিন ধরেই। অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন বিরাট কোহলি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, দেশের হয়ে আর টেস্ট খেলবেন না তিনি।
দিন কয়েক আগেই টেস্ট থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। এবার কোহলিও একই পথে হাঁটলেন। ফলে শেষ হলো ভারতের অত্যন্ত উজ্জ্বল এক টেস্ট অধ্যায়।
বর্ণময় টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলি অসংখ্য ব্যক্তিগত নজির গড়েছেন। বিদায়বেলার কোহলির এমনই এক ডজন উল্লেখযোগ্য ব্যক্তিগত রেকর্ডে চোখ রাখা যাক।
কোহলির এক ডজন টেস্ট রেকর্ড
১. ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশিবার এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক টেস্ট রান করেন কোহলি। ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে।
২. ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও কোহলির। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেন কিংবদন্তি এই ব্যাটার।
৩. ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি ২০টি সেঞ্চুরি কোহলি। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনও ভারতীয় ক্রিকেটার এতগুলো সেঞ্চুরি করেননি।
৪. ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি রান সংগ্রাহকও কোহলি। তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে ৫ হাজার ৮৬৪ রান সংগ্রহ করেন।
৫. টেস্টে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্ট ক্রিকেটে কোহলির ঝুলিতে রয়েছে ৭টি দ্বিশতরান।
৬. অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান করেছেন কোহলি। তিনি দেশকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে মোট ৬টি ডাবল সেঞ্চুরি করেন।
৭. ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে কোহলির দখলে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ৪০টি টেস্টে জয় তুলে নেয়।
৮. টেস্টে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।
৯. ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছান কোহলি। তিনি ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন।
১০. এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েন কোহলি (২০১৮-১৯ মৌসুমে)।
১১. অধিনায়ক হিসেবে একটানা সব থেকে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ড রয়েছে কোহলির দখলে।
১২. ভারতীয় ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি ৭টি টেস্ট সেঞ্চুরি করেছেন কোহলি।
এমএমআর/এমএস

                        5 months ago
                        68
                    








                        English (US)  ·