বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া চিকিৎসা খরচ ১০ হাজার ডলার পাঠানো গেলেও এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাবে।
সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত বিদেশে চিকিৎসা খরচ পাঠানো যাবে। তবে চিকিৎসার প্রয়োজনে আরও বেশি ডলারের পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারতো ব্যায়কগুলো। নতুন নির্দেশনার ফলে সে সীমা আরও পাঁচ হাজার ডলার বাড়লো।
আরও পড়ুন
- স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব: উপদেষ্টা
 - চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহি প্রয়োজন: প্রধান উপদেষ্টা
 
হাসপাতালের নামে বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এসব বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। আর সীমার মধ্যে গ্রাহক চাইলে ৫ হাজার ডলার নগদ ছাড় করা যাবে বলেও জানানো হয় নির্দেশনায়।
বর্তমানে চিকিৎসাপ্রত্যাশীদের অনেকেই ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশ বেছে নিচ্ছেন। সেসব দেশের মধ্যে রয়েছে- থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। তবে এসব দেশে চিকিৎসা খরচ কিছুটা বেশি হওয়ায় বেশি ডলারের প্রয়োজন পড়ছে। এ অবস্থায় বিদেশে চিকিৎসা খরচে সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।
ইএআর/ইএ/জেআইএম

                        5 months ago
                        33
                    








                        English (US)  ·