না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই মারা যান তিনি।
বিশ্বজয়ী এই হাফেজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক জানান তিনি।
শোকবার্তায় মুফতি ইমরানুল বারী বলেন, হাফেজ সাইফুর রহমান ত্বকি ছিলেন বাংলাদেশের গর্ব। তিনি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারবার দেশকে সম্মানিত করেছেন। তার মৃত্যুতে জাতি হারাল এক উজ্জ্বল নক্ষত্র , মুসলিম বিশ্ব হারাল এক প্রতিভাবান হাফেজকে।
তিনি আরও বলেন, আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন। আমিন।

3 days ago
10









English (US) ·