বিয়ে করলেন সঞ্জয়-মাহিমা, গুঞ্জন না কি সত্যি?

10 hours ago 5
বয়স যেন শুধু সংখ্যামাত্র। এ কথাটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র ও মাহিমা চৌধুরী। লাল বধূবেশে মাহিমা আর ক্রিম রঙা কুর্তায় সঞ্জয়ের পাশাপাশি হাঁটার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিষ্টি খুনসুটি, চোখে মুখে হাসির ঝিলিক, সব মিলিয়ে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন, এটা কি পর্দার গল্প না কি বাস্তবের নতুন অধ্যায়? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় সঞ্জয়-মাহিমার বিয়ের সাজের একটি ভিডিও। আর সেই ভিডিও ক্যাপশনে লেখা ছিল ৫২ বছর বয়সে মাহিমা চৌধুরী বিয়ে করলেন সঞ্জয় মিশ্রকে। এরপর থেকে তাদের বিয়ের গুঞ্জন দ্রুত ছড়াতে থাকে। এমন খবরে বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। অনেকে আবার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সত্যি কি বিয়ে করেছেন এই দুই তারকা? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্রর বিয়ের খবরটি সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের পরবর্তী ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমার প্রচারণার অংশ।   রোমান্টিক-কমেডি ঘরানার ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমা নির্মাণ করেছেন সিদ্ধান্ত রাজ। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র। ববিতা চরিত্রে দেখা যাবে মাহিমা চৌধুরীকে। তাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন, শ্রীকান্ত ভার্মা, পলক লালওয়ানি, নবনী প্রমুখ।  উল্লেখ্য, বাস্তব জীবনে মাহিমা ও সঞ্জয় মিশ্রর জীবনের পথ আলাদা। ব্যক্তিগত জীবনে মাহিমা বিয়ে করেছেন আর্কিটেক্ট ববি মুখার্জিকে। ২০০৬ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের আরিয়ানা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে ভেঙে গেছে মাহিমা-ববির সংসার। এরপর কন্যাকে নিয়ে জীবনযাপন করছেন এই অভিনেত্রী।  এদিকে ২০০৯ সালে কিরণ মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অভিনেতা সঞ্জয় মিশ্র। এই সুখী দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে পাল এবং লমহা নামে দুই সন্তান। 
Read Entire Article