বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ

1 day ago 14

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সিয়াম আন নুফাইস। রোববার (২ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠান তিনি।

পদত্যাগপত্রে সিয়াম আন নুফাইস লেখেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কিছু কারণবশত আমি আমার এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। আমি সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সবসময় সমর্থন করবো এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করবো।’

আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার 
ক্যাম্পাসের প্রিয় মুখদের নিয়ে প্যানেল করতে চায় ছাত্র সংগঠনগুলো 

পদত্যাগের বিষয়ে সিয়াম আন নুফাইস বলেন, বিভিন্ন সময়ে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়।

দুর্ভাগ্যবশত, নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর পূর্ণতা অর্জন হয়নি। আমার ব্যক্তিগত নীতি ও দায়িত্ববোধের সঙ্গে এই পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি সম্মানজনকভাবে আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, যোগ করেন সিয়াম।

টিএইচকিউ/কেএসআর

Read Entire Article