ব্যাংক খাত পুনর্গঠনে আস্থা ও সুশাসন ফিরিয়ে আনা জরুরি

2 days ago 2
ব্যাংক খাত পুনর্গঠনে আস্থা ও সুশাসন ফিরিয়ে আনা জরুরি

ব্যাংক খাত পুনর্গঠনে আস্থা ও সুশাসন ফিরিয়ে আনা জরুরি

অর্থনীতি

সমকাল প্রতিবেদক 2025-11-05

মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি নিয়ে দেশের ব্যাংক খাত বেশ সংকটাবস্থায় আছে। এ অবস্থা উত্তরণে পুনর্মূলধনের জোগান দেওয়া দরকার। মূলধন জোগানের বড় উৎস হতে হবে পুঁজিবাজার। এ জন্য ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং কঠোরভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এমন মত দিয়েছেন। ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে আস্থা পুনর্গঠন: কেন এখন মূলধনই সবচেয়ে গুরুত্বপূর্ণ?’ শীর্ষক গোলটেবিল আলোচনাটি গত সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়। 
সভাপতির বক্তব্যে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ বলেন, ব্যাংকনির্ভর অর্থনৈতিক ব্যবস্থায় ২৭ শতাংশের বেশি খেলাপি ঋণ এবং এক লাখ ৪০ হাজার কোটি টাকার মূলধন ঘাটতি নিয়ে ব্যাংক খাত নিজেই এখন সংকটাবস্থায়। এ অবস্থায় বিনিয়োগের অর্থ আসবে কোথা থেকে, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কীভাবে মিটবে– এ প্রশ্ন বড় হয়ে এসেছে। আপাতদৃষ্টিতে পুঁজিবাজারই প্রধান বিকল্প। তবে এ বাজার এখনও যথেষ্ট শক্তিশালী নয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক খাত নিয়ে মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের ১৪ মাসেও ঠিক হয়নি। মানুষের আস্থা ফেরাতে ব্যাংক ও পুঁজিবাজারের দুই খাতের নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় বাড়াতে হবে। প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আমাদের সামনে অপেক্ষা করছে। পুঁজি গঠনে পুঁজিবাজারকে সামনে নিয়ে এগোতে হবে। 

নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরীর সিনিয়র পার্টনার এ. এফ. নেসারউদ্দিন বলেন, শুধু ব্যাংক একীভূত করলেই সমাধান হবে না; প্রয়োজন স্বচ্ছ প্রতিবেদন, ব্যাংকের মূলধন মূল্যায়ন ও বাস্তবভিত্তিক পুনর্গঠন কাঠামো। ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, কার্যকর বন্ড বাজার গঠনে সরকার চাইলে ট্রেজারি বন্ড পুঁজিবাজারের মাধ্যমে ইস্যু করে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দ্য সিটি ব্যাংকের সিএফও মাহবুবুর রহমান, আইন পরামর্শক প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন প্রমুখ।

© Samakal
Read Entire Article