ব্যালন ডি’অরের পর ফিফা বেস্টেও ইয়ামাল-দেম্বেলের লড়াই

2 hours ago 6

ব্যালন ডি’অর মঞ্চে যে প্রতিদ্বন্দ্বিতায় গোটা ফুটবল দুনিয়া নিশ্বাস বন্ধ করে দেখেছিল, সেই গল্প এবার নতুন করে শুরু হচ্ছে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে। উসমান দেম্বেলে ও লামিন ইয়ামাল—একজন প্যারিসে মঞ্চ মাতিয়েছিলেন জয়োৎসবে, অন্যজনের চোখে ছিল আঘাত পাওয়া গর্বের অশ্রু। এবার তারা আবার মুখোমুখি, এবারও বিশ্বের সেরা ফুটবলারের লড়াইয়ে।

গত সেপ্টেম্বরে প্যারিসে দেম্বেলে জিতে নিয়েছিলেন জীবনের প্রথম ব্যালন ডি’অর। আর সেই ফলাফলে ক্ষুব্ধ হয়ে ইয়ামালের বাবা বলেছিলেন, “এটা একজন মানুষের প্রতি করা সবচেয়ে বড় নৈতিক অন্যায়।” সেই বিতর্ক এখনো ঠান্ডা হয়নি। এবার ফিফা বেস্ট পুরস্কারকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা—ফিরে আসছে সেই দেম্বেলে–ইয়ামাল দ্বৈরথ।

ফিফা ঘোষিত ২০২৫ সালের পুরস্কারের মনোনয়ন তালিকায় দুই তারকার নাম যেমন ছিল প্রত্যাশিত, তেমনি চোখে পড়েছে পিএসজি ত্রয়ী—ভিটিনহা, আচরাফ হাকিমি ও নুনো মেন্দেসের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ সালাহ ও উঠতি তারকা কোল পালমার।
পুরুষদের সেরা কোচের দৌড়ে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুইস এনরিকে। তার সঙ্গে তালিকায় আর্সেনালের মিকেল আর্তেতা, লিভারপুলের আর্নে স্লট ও জার্মান কোচ হান্সি ফ্লিকের মতো বড় নাম।

অন্যদিকে নারীদের বিভাগেও উত্তাপ কম নয়। টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি এবারও ফিফা বেস্টের দৌড়ে আছেন। বার্সেলোনার পাশাপাশি আর্সেনাল ও চেলসির তারকারাও তালিকায় জায়গা পেয়েছেন। ইংল্যান্ডের ইউরো জয়ী নারী দলের বেশ কয়েকজন—লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, অ্যালেসিয়া রুশো, ক্লোয়ি কেলি ও লরেন জেমস—তাদের নামও আছে মনোনয়ন তালিকায়।

নারীদের সেরা কোচের বিভাগেও পরিচিত মুখেরা রয়েছেন। ইংল্যান্ডকে ইউরোপ চ্যাম্পিয়ন করা সারিনা ভিগম্যান, আর্সেনালের রেনে স্লেগারস, চেলসির সোনিয়া বোম্পাস্তর ও বার্সেলোনার জনাতান গিরালদেজ লড়বেন কাঙ্ক্ষিত সম্মানের জন্য।

ফিফা বেস্ট পুরুষ খেলোয়াড় (২০২৫) মনোনীতরা:

উসমান দেম্বেলে, আচরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনিয়া, লামিন ইয়ামাল

ফিফা বেস্ট নারী খেলোয়াড় (২০২৫) মনোনীতরা:

স্যান্ডি বালতিমোর, নাতালি বিয়র্ন, আইতানা বনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা ক্যালদেন্তে, তেমওয়া চাওইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি দুমর্নে, পাত্রি গুইহারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, ক্লোয়ি কেলি, ইভা পাজোর, ক্লাউদিয়া পিনা, আলেক্সিয়া পুতেলাস, অ্যালেসিয়া রুশো, লিয়া উইলিয়ামসন

ফিফা বেস্ট পুরুষ কোচ মনোনীতরা:

হাভিয়ের আগুয়েরে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হান্সি ফ্লিক, এনজো মায়েরেসকা, রবার্তো মার্টিনেস, আর্নে স্লট

ফিফা বেস্ট নারী কোচ মনোনীতরা:

সোনিয়া বোম্পাস্তর, জনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা ভিগম্যান

Read Entire Article