ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
সারাদেশ
বেরোবি প্রতিনিধি 2025-11-05বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন।
বুধবার বিকেলে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
এ ব্যাপারে ড. ফেরদৌস রহমান বলেন, ‘আমি চাপ নিতে পারব না। গতকালই আমি অপারগতার কথা জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, ‘কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।’
এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় ছয় সদস্য বিশিষ্ট ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান কমিশনার হিসেবে থাকার কথা ছিল ড. ফেরদৌস রহমানের।
© Samakal
14 hours ago
2









English (US) ·