ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক যুবদল নেতাকে গুলি

2 weeks ago 19

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মফিজুল রহমান মুকুল নামের সাবেক এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা সদরে পদ্মপাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

মফিজুল রহমান মুকুল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান,, রাত ৮টার দিকে বিএনপি অফিস থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন মফিজুল রহমান। তবে কে বা কারা এই হামলা করেছে তা শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অপরাধী যেই হোক খুঁজে বের করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

Read Entire Article