ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে মালয়েশিয়ার দুটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করেছে। কুয়ালালামপুর থেকে ছেড়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্স ও বাটিক এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়া থেকে ভারতের অমৃতসর ও পাকিস্তানের লাহোর রুটে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ মে) এক বিবৃতিতে মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের প্রধান অগ্রাধিকার এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
বাটিক এয়ার কর্তৃপক্ষ বলছে, বুধবার (৭ মে) থেকে শুক্রবার (৯ মে) পর্যন্ত অমৃতসর ও লাহোর রুটে ফ্লাইট স্থগিত থাকবে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের ৯টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় তারা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। এর আওতায় পিওকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সন্ত্রাসবাদী শিবিরগুলোতে নিখুঁত হামলা চালানো হয়েছে। এই পদক্ষেপ পেহেলগামে ২৬ নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
ভারত সরকার জানিয়েছে, এই সামরিক পদক্ষেপ ছিল নির্ভুল, পরিমিত ও অ-উত্তেজনামূলক এবং এতে কোনো পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।
এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

                        5 months ago
                        72
                    








                        English (US)  ·