ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি

2 weeks ago 14

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ ১৮ নভেম্বর। একই দিনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও মিয়ানমার। তার আগে ১৩ নভেম্বর আফগানিস্তান ফিফা ফ্রেন্ডলি খেলবে বাংলাদেশের বিপক্ষে।

আফগানিস্তান তাদের হোম ম্যাচটি করতে যাচ্ছে ঢাকায়। এই ম্যাচ দিয়ে ঢাকার নিরপেক্ষ ভেন্যু হিসেবেই অভিষেক হবে। আফগানিস্তান কয়েকদিন আগে ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলবে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বৃহস্পতিবার রাতে বাফুফে ম্যাচের ভেন্যু ও সময় ঘোষণা করেছে। বাংলাদেশ এরই মধ্যে এশিয়ান কাপের বাছাই থেকেই বিদায় নিয়েছে। বাকি আছে দুটি ম্যাচ। ঘরের ভারতের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ সিঙ্গাপুর গিয়ে খেলবে আগামী বছর মার্চে।

বাংলাদেশের মতো ভারতও বিদায় নিয়েছে বাছাই পর্ব থেকে। তবে দুই দেশের মর্যাদার লড়াই ঘিরে দর্শকদের ঠিকই ব্যাপক আগ্রহ আছে। ভারতের বিপক্ষে ম্যাচে আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের জন্য বাড়তি পাওয়াই হবে।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article