ভারতফেরত রোগীদের জন্য পাকিস্তানের অনন্য উদ্যোগ
                    
            
            কাশ্মীরে হামলায় ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত-পাকিস্তান। দেশটি পাকিস্তানিদের সব ধরনের ভিসা বাতিল করেছে। ফলে অনেকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতফেরত রোগীদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। 
মঙ্গলবার (০৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ভারতের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফেরত আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারত থেকে ফেরা কোনো রোগীকেই আমরা একা ফেলে রাখব না। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার ভিসা বাতিল করায় বহু পাকিস্তানি রোগী চিকিৎসা শেষ না করেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে অনেকেই কিডনি ও লিভার প্রতিস্থাপনসহ জটিল রোগে ভুগছেন। মুখ্যমন্ত্রী এসব রোগীর সুপরিকল্পিত ও নিখরচায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই দিনে তিনি পাঞ্জাব পুলিশ-এর র্যাঙ্কিং ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, লাহোর ও অন্যান্য শহরে অপরাধের হার কমেছে। লাহোর এখন অপরাধের দিক থেকে লন্ডন ও নিউইয়র্কের চেয়েও নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে। এটি পুলিশের চমৎকার কাজের ফসল।
এর আগে গত ২৩ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করে ভারত। এ ছাড়া দেশটি বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় পাকিস্তানের বিষয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলোর অন্যতম ‘ভিসা ছাড় পোগ্রাম’ বাতিল। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করে নয়াদিল্লি; পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের অবশ্যই ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের আগে এ ভিসা দেওয়া হয়েছে, ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’ এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।                    
                    
        
        
 5 months ago
                        79
                        5 months ago
                        79
                    








 English (US)  ·
                        English (US)  ·