ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় চার পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। বাকি দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলোকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন।’
তিনি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ধামি লিখেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।
রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী এবং জেলা প্রশাসনের দল ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে রওনা হয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে দেশের কয়েকটি সংস্থা তদন্ত শুরু করেছে।

 5 months ago
                        132
                        5 months ago
                        132
                    








 English (US)  ·
                        English (US)  ·