ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

7 hours ago 7
ঝোড়ো ব্যাটিং, নিখুঁত বোলিং, আর ঠান্ডা মাথার ফিনিশ এই তিনের মিশেলে মেলবোর্নের রাতটা ছিল অস্ট্রেলিয়ানদের দখলে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিল মিচেল মার্শের দল, আর সেই পারফরম্যান্সে উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়নরা। চার উইকেটের সহজ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের ১২৬ রানের সামান্য টার্গেট তাড়া করতে নেমে ১৪ ওভারের আগেই কাজ সারেন মার্শরা। শুরুতেই ট্রাভিস হেড আর মিচেল মার্শ মিলে তুলে ফেলেন ৫০ রানের ঝড়ো উদ্বোধনী জুটি। হেড ১৫ বলে ২৮ রান করে আউট হলেও দলের গতি থামেনি। ক্যাপ্টেন মার্শ ব্যাট হাতে ছিলেন ভয়ংকর—মাত্র ২৬ বলে ৪৬ রান, যার মধ্যে ছিল ২ চার ও ৪ ছক্কা। ভারতের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। বরুণ দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলে কিছুটা প্রাণ ফেরান, কুলদীপও শিকার করেন দুই ব্যাটারকে। তবে ছোট টার্গেটে চাপটা আর তৈরি করতে পারেননি তারা। ইনিংসের শেষে কিছুটা নাটক তৈরি করেছিলেন জাসপ্রীত বুমরাহ, এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে। কিন্তু তখন জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ২ রান—যা সহজেই তুলে দেন মার্কাস স্টয়নিস। এর আগে ভারতের ব্যাটিং ছিল একেবারে বিপর্যস্ত। শুরুতেই জশ হ্যাজেলউড, হ্যাভিয়ের বার্টলেট আর নাথান এলিস মিলে গুঁড়িয়ে দেন টপ অর্ডার। মাত্র ৪.৫ ওভারেই ভারতের স্কোরবোর্ড ৩২/৪! একে একে ফিরেছেন শুভমন গিল (৫), সঞ্জু স্যামসন (২), সূর্যকুমার যাদব (১) ও তিলক ভর্মা (০)। তবে একাই লড়াই করেছেন ওপেনার অভিষেক শর্মা। ৩৭ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, ৮ চার ও ২ ছক্কায় সাজানো সেই ইনিংস ভারতকে টেনে নেয় ১২৫ পর্যন্ত। কিছুটা সহায়তা ছিল হর্ষিত রানার (৩৫), কিন্তু বাকিদের ব্যর্থতায় ইনিংস গড়ার কোনো সুযোগই তৈরি হয়নি। বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন হ্যাজেলউড, ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। বার্টলেট ও এলিস পেয়েছেন ২টি করে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। রোববার হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে ফের মুখোমুখি হবে দুই দল।
Read Entire Article