মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করে ফেলবে। মঙ্গলবার লিবার ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।।
ফ্রাঙ্কেন ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে জোর দিয়ে উল্লেখ করে বলেন, (পুতিন যদি) ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান, আমরা মস্কো মুছে ফেলব। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহকে অস্বীকার করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন—আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন চালিয়ে যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে দক্ষতার সঙ্গে লড়ছে না, কারণ তারা পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেনীয়রা পশ্চিমের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে।
ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি রুশ-চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্ক করে বলেন, চীন চায় ইউক্রেন যুদ্ধে টানাটানি থাকুক—এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের ক্ষেত্রেও অনুকূলে থাকতে পারে।
এ ছাড়া ফ্রাঙ্কেন বলছেন, বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর বড় রুশ হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কারণ ওই দেশগুলো ন্যাটোর সদস্য। শিগগির ইউরোপে ৬০০টি এফ-৩৫ বিমান থাকবে। রাশিয়ানরা এসব জেট ভয় পায়, কারণ তারা এগুলো দেখতে পায় না।

 3 days ago
                        11
                        3 days ago
                        11
                    








 English (US)  ·
                        English (US)  ·