পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ হঠাৎই ইনস্টাগ্রাম থেকে তার সব ছবি মুছে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন—এটা আসলে তার এক ধরনের ‘বিদায়’।
হঠাৎ এমন সিদ্ধান্তে ভক্তরা অবাক ও কিছুটা চিন্তিতও হয়ে পড়েছেন।
সম্প্রতি আলিজেহ তার ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘আমি আমার অতীতকে পেছনে ফেলে সামনে এগোতে চাই। ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছি আর এতে আমি খুশি। মাঝে মধ্যে লজ্জাও লাগে, কারণ বুঝতে পারি না—আমি কষ্টের সময় আসলে কী করছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না, কবে ফিরব। কিন্তু যেসব ছবি ছিল, সেগুলো আর কখনো ফিরে আসবে না। আর আগের সেই আলিজেহও না। তাই হ্যাঁ, এটা একরকম বিদায়।’
তার এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ কেউ আলিজেহর এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন, আবার অনেকেই তার মানসিক সুস্থতাকে প্রাধান্য দেয়ার জন্য প্রশংসা করছেন।
বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন আলিজেহ শাহ। তিনি ২০১৮ সালে ‘ইশক তামাশা’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান। মাত্র ২৫ বছর বয়সেই তিনি ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’ ও ‘এহদ-ই-ওয়াফা’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।

 9 hours ago
                        5
                        9 hours ago
                        5
                    








 English (US)  ·
                        English (US)  ·